বাংলাদেশি তৈরী পোশাক আমিরাতের বাজার দখলের পথে!

শেয়ার করুন         বাংলাদেশ প্রায় ৩০টি দেশে তৈরি পোশাক রপ্তানি করলেও এর রপ্তানি বাজার মূলত যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নে কেন্দ্রীভূত সবচেয়ে বড় আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র । তবে ইউরোপের সবকটি দেশের বাজারকে যদি সমন্বিত একটি একক বাজার হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে যুক্তরাষ্ট্র পরিণত হবে দ্বিতীয় বৃহত্তম বাজারে। মধ্যপ্রাচ্যেও বাঙলাদেশের পোশাক শিল্প বেশ কদর পেয়েছে। আগামি কয়েকদিনের মধ্যে এ বাজারেও বাংলাদেশ প্রথম সারিতে আসবে বলে। আমিরাতের আজমানে বাংলাদেশি গার্মেনন্টস ব্যবসায়িদের সংগঠন বাংলাদেশ রেডিমেড গার্মেন্টস ওনার্স এসোসিয়েসন আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেছেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখতে … Continue reading বাংলাদেশি তৈরী পোশাক আমিরাতের বাজার দখলের পথে!